এলজিইডি, সালথা, ফরিদপুর এর মাধ্যমে আমরা বিভিন্ন সেবা মূলক কাজ করিয়া থাকি।
* শিক্ষার উন্নয়নের জন্য স্কুল ভবন নির্মাণ এবং মেরামত কাজ করিয়া থাকি।
* যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা, ব্রীজ, কালভাট নির্মাণ করিয়া থাকি।
* জনগনের সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদ ভবন/ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ /মেরামত করিয়া থাকি।
* পানি নিস্কাশনের জন্য ড্রেন, কালভাট নির্মাণ করিয়া থাকি।
* গ্রামীন হাট বাজারে অবকাঠামো উন্নয়নের জন্য মৎস্য সেড ও কাঁচা বাজার সেড নির্মান করিয়া থাকি।
* উপজেলা পর্যায়ে ভবনের নকশা অনুমোদন করিয়া থাকি।
* পুকুর, খাল খনন/পুনঃখনন করিয়া থাকি।
* নতুন সড়ক ইনভেন্তরিতে অন্তরভুক্ত করিয়া থাকি।
* মসজিদ,মন্দির, ইদ্গা,কবরস্থান উন্নয়ন করিয়া থাকি।
* ঘাটলা নির্মাণ করিয়া থাকি।
* মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন/মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ করিয়া থাকি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস